২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা ও আইভি রহমানসহ নিহতদের স্মরণে উজিরপুরে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
সোমবার বিকেলে উজিরপুর আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীর সঞ্চালনায় বক্তৃতা করেন সাবেক কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযাদ্ধা হাবিবুর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য অশোক কুমার হাওলাদার, সহ সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, এ্যাডঃ সালাউদ্দিন শিবু, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়ালিউর রহমান লিংকন, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস কুমার রায়, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শত নেতাকর্মী।
আলোচনা সভা শেষে দোয়া করা হয়েছে।