কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড লক্ষিপুরের সাবেক মেম্বার জিয়ারসহ ২ জন গ্রেফতার হয়েছে। সম্প্রতি কুমিল্লা জেলার ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাবেক মেম্বার মোঃ জিয়াউর রহমান (৩৯) ও শহবুল হোসেন (৫৫) একই এলাকার বাসিন্দা। গোয়েন্দা পুলিশ সুত্র জানায়, গত ৪ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র এস.আই তুষ্টলাল বিশস, এ.এস.আই মোঃ ফরহাদ আলম ও আব্দুল্লাহসহ ডিবি পুলিশের একটি দল কুমিল্লার কোতয়ালী মডেল থানার রেইসকোর্স কাঠেরপুল রোডের তারেক স্টোরের সামনে রাস্তার উপর অভিযান চালায়। এসময় তল্লাশী চালিয়ে ১০ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড লক্ষিপুরের সাবেক মেম্বার মাদক ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান ও শহবুল হোসেন কে গ্রেফতার করা হয়। এঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।