ঝালকাঠির নলছিটিতে পুলিশের দুই এস.আই এর বাসায় দূর্ধর্ষ ডাকাতি হয়েছে। পুলিশের কর্মকর্তা দুই ভাই পরিবার নিয়ে একই বাসায় থাকতেন। মঙ্গলবার রাত ২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য্য ফিলিং স্টেশনের পাশে এক বাসায় এ ঘটনা ঘটে। দুই এসআইয়ের মধ্যে মিজানুর রহমান নলছিটি থানায় এবং তার ছোট ভাই আল মামুন ঢাকায় কর্মরত।
খবর পেয়ে ভোলা থেকে রওয়ানা হওয়া এস.আই মিজান মুঠোফোনে বলেন, আমি ও আমার ভাই একসঙ্গেই থাকি। ডাকাতরা আমাদের ছেলে-মেয়েকে জিম্মি করে কিছু নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার তারা গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে যান। বাসায় তাদের ছেলে, মেয়ে ও ভাগ্নেরা ছিল। ওসি জানান, গভীর রাতে আট থেকে নয় জন বারান্দা থেকে দ্বিতীয় তলার বেলকনি দিয়ে বাসায় ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা ঘরের বিভিন্ন মালামাল ও কাপড়-চোপড় তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।