স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আলোচনা সভা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে রোববার বিকেলে উপজেলার আলিনগর স্কুল ও কলেজ মিলনায়তনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আমিরুল ইসলাম, অধ্যক্ষ রবিউল আওয়াল টুনু, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জিন্নাউল আওয়াল জিন্নাহ, সহকারী জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ, যুবলীগ নেতা মশিউর রহমান, ছাত্রী নওশিন আক্তার প্রমুখ। বক্তারা মহান এই ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তি জীবন ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের শহীদ সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।