চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘নবাবগঞ্জ সরকারি কলেজ’ ক্যাম্পাসে ৫০০ কেভিএ সাব স্টেশনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার এই সাব স্টেশনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মাযহারুল ইসলাম তরুসহ অন্যরা। চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে এই সাব স্টেশনটি নির্মাণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সাব স্টেশনটি উদ্বোধন হওয়ায় সরকারি কলেজের ল্যাব, পরীক্ষাগারসহ অন্যান্য অফিসে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।