চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ সেবা, বর্জ্য ব্যবস্থাপনা সেবা ও বর্জ্য থেকে সার উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মাটি অর্গানিক লিমিটেড ও শিবগঞ্জ পৌরসভার যৌথ আয়োজন রবিবার সকালে শিবগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিশির কুমার বিশ্বাস, উপ-প্রকল্প পরিচালক, জিওবি-আইপি প্রকল্প, তানভীর আহমেদ চৌধুরী, বিজনেস এডভাইজর, এসএনডি নেদারল্যান্ডস, নাহিদ সুলতানা বর্ষা, এলইডি কোয়ার্ডিনেটর, সুইস কন্টাক্ট, মোঃ খাইরুল আলম ভূঁইয়া, মাটি অর্গানিক্স লিমিটেড প্রমূখ। শেষে পাইপলানের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে সার উৎপাদনে মাটি অর্গানিক লিমিটেডের ও শিবগঞ্জ পৌরসভার মধ্যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।