পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের নুরুদ্দিনপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শেখ রাসেল দিপুসহ শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নুরুদ্দিনপুর বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী। মানববন্ধন চলাকালে বিদ্যালয়ের বিরুদ্ধে একটি কুচক্রীমহলের ষড়যন্ত্র, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শেখ রাসেল দিপু এবং শিক্ষদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হয়রানির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন, প্রধান শিক্ষক আলমগীর হোসেন, অভিভাবক সদস্য শাহজাহান শেখ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সজিব, অত্র বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী খুরশিদা আক্তার মিশু এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আব্দুর রশিদ, আব্দুল আজিজ শেখ ও আব্দুল লতিফ প্রমুখ।