৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা।
এসময় ভোলাহাট উপজেলা শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলামসহ ৫ উপজেলার শিক্ষা অফিসারগণ, জেলা ও উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাগণ ও বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় গোমস্তাপুর উপজেলা বনাম নাচোল উপজেলা এবং শিবগঞ্জ উপজেলা বনাম ভোলাহাট উপজেলা দল। খেলায় জেলার ৫টি উপজেলা দল অংশ নিচ্ছে। আগামী ১৬ সেপ্টেম্বর বিকেলে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।