বাংলাদেশ-ভারত ব্যবসায়ী নেতাদের সাথে যৌথ আলোচনা ও মতবিনিময় সভা হয়েছে। সোমবার দুপুরে সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে সোনামসজিদ আমদানি রপ্তানি কারক গ্রুপের উদ্যোগে বাংলাদেশ-ভারতীয় শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের আলোচনা ও মতবিনিময় হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সোনামসজিদ স্থলবন্দর পরিচালনা কমিটির সভাপতি আবুল হায়াতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী মনোজ কুমার, ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, পুলিশ সুপার ছাইদুল হাসান, সোনা মসজিদস্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার অফ কাস্টমস প্রভাত কুমার সিংহ। সোনামসজিদ আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি কাজী সাহাবুদ্দীন, সাধারণ সম্পাদক আলঃ মাওঃ মোঃ মামুনুর রশীদ এবং ভারতীয় ব্যবসায়ীদের নেতৃত্ব দেন মহদিপুর এক্সপোর্ট এ্যাসোসিয়েশনের কার্যকারী সভাপতি মোঃ ফয়জুর রহমান। সোনামসজিদ স্থলবন্দরে অবকাঠামোগত উন্নতি ও ব্যবসা বানিজ্যের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হয়।