বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয় এর হল রুমে বাংলাদেশ প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় শাহবাজপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরুল হোদার আদিনার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান মেম্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফারুক হোসেন ডালিম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম সোহরুল, শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম। সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেনী আমীন নবীন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব পলাশ মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দর রহমানসহ শাহবাজপুর ইউনিয়ন বিএনপি, ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল এর নেতাকর্মীরা। শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।