২০৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের হাতে গ্রেফতার হওয়া নারী মাদক ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরজন মহিপুর গ্রামের মৃত বেলাল উদ্দিন বিশ্বাস এর ছেলে মোছাঃ লুসিয়ারা বেগম (৪৫)।
র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১ অক্টোবর বিকেলে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন গোবরাতলা ইউনিয়নের সরজন মহিপুর গ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোছাঃ লুসিয়ারা বেগম কে ২০৫ গ্রাম হেরোইন ও ১টি মোবাইল ফোনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। সীমন্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে তার বসত বাড়ীতে সংরক্ষণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতো। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামীর বসত বাড়ীতে মাদক সংরক্ষণ করে রাখা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার বসত বাড়ীর ঘরের মেঝেতে বিশেষ কায়দায় তৈরীকৃত গর্তের ভিতর থেকে ২০৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।