আগামী ২০ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিবগঞ্জে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে, সোমবার (২ অক্টোবর ) বেলা ১১ টায় থানা সন্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মদের সভাপতিত্বে এ এসআই আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী কোনাল মুখার্জি, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, সাবেক সভাপতি শ্রী প্রদীপ। গীতা পাঠ করেন বিকাশ চন্দ্র সীল। অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলার ৪৬টি মন্দিরের দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় শিবগঞ্জ থানা এলাকায় অনুষ্ঠিত পূজা মন্ডপ সমূহে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্তরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করাসহ সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন এবং সরকারি নিদের্শনা অনুযায়ী প্রতিমা বিসর্জনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষনিক পুলিশকে জানাতে অনুরোধ করেন থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মদ।