1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
সুজানগরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় ২৭ রোগী পেল সাড়ে ১৩ লাখ টাকার আর্থিক সহায়তা - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন

সুজানগরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় ২৭ রোগী পেল সাড়ে ১৩ লাখ টাকার আর্থিক সহায়তা

পাবনা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৭২ বার পঠিত

সুজানগরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় ২৭ রোগী পেল সাড়ে ১৩ লাখ টাকার আর্থিক সহায়তা

ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সুজানগর উপজেলার ২৭ জন অসহায় রোগীর মাঝে ১৩ লাখ ৫০হাজার টাকার সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সমাজসেবা অধিদফপ্তরের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় মঙ্গলবার এ সহায়তা প্রদান করেন প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম ও থানার ওসি জালাল উদ্দিন। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা সমাজসেবা অফিসার মো.জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যান, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান, রাণীনগর ইউপি চেয়ারম্যান, হাটখালী ইউপি চেয়ারম্যান, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান, মানিকহাট ইউপি চেয়ারম্যান, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান,ভায়না ইউপি চেয়ারম্যান, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, সুজানগর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সুজানগর প্রেসক্লাবের সভাপতি, এন এ কলেজের অধ্যক্ষ, সাতবাড়ীয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, উপজেলা শাখার সভাপতি, সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সুজানগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.জিল্লুর রহমান জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফপ্তর হাসপাতাল সমাজসেবা কার্যক্রম এর মাধ্যমে দুঃস্থ ও অসহায় রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির মাধ্যমে বর্তমানে ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন জনপ্রতি ৫০ হাজার টাকা হারে বাজেট প্রাপ্তি সাপেক্ষে এ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!