র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের হাতে ১০৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটক ব্যক্তি, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সাগুয়ান ঘুটিঘর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ রাসেল আলী (২০)।
র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ৩ নভেম্বর দুপুর দেড়টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সাগুয়ান ঘুটিঘর এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ রাসেল কে ১০৫ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ধৃত আসামী এবং তার ভাই পলাতক মোঃ রুবেল আলী (২২) সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তারা নিজ বাড়ীতে সংরক্ষণ করে অন্যত্র সরবরাহের পরিকল্পনা গ্রহণ করছে। পরবর্তীতে র্যাবের একটি আভিযানিক দল উক্ত আসামির বাড়ীতে অভিযান পরিচালনা করে তার আপন ছোট ভাই আসামী মোঃ রাসেল আলী (২০) কে ১০৫ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করে। এঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।