চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান ও কল্যান তহবিলের আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে রহনপুর বাজার বেগম কাচারি প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে দুঃস্থ ও অসহায়দের হাতে চেক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান, ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন আয়রন, রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল হকসহ অন্যরা। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-২ নির্বাচনী এলাকা (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) উপজেলার ৪৮ জন অসহায় ও দুঃস্থের মাঝে ২৯ লক্ষ ৬০হাজার টাকার চেক বিতরন করা হয়।