নাটোরের বাগাতিপাড়া উপজেলার জিগরী উচ্চ বিদ্যালয়ে একাধিক অনিয়ম তথ্য গোপন, দুর্নীতি ও নিয়োগ বানিজ্যের ঘটনা ঘটে আসছে। ইতি পর্বে উক্ত বিদ্যালয়ে চতুর দিকে প্রাচীর ও গেট থাকা সত্যেও দুই বার বিদ্যালয়ের টিউবলের পানিতে দুষ্কৃতি কারিরা বিষ মিশিয়ে বিদ্যালয়ের কমল মতি শিক্ষার্থীদের প্রান নাশের চেষ্টা চালালেও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমেটির যোগসাজশে ঘটনা ধামা চাপা দেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে একাধিক মাধ্যমে জানা গেছে। এছাড়াও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ওসমান গনী ও বর্তমান সভাপতি আমিরুল ইসলাম টারজানের মধ্যে উচ্চ আদালতে বিভিন্ন মামলা ও বাগ বির্তক বিদ্যমান। সাবেক ও বর্তমান সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেনের যোগসাজশে বিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে। পুর্বের নিয়োগে চাকরী প্রত্যাশী মুক্তার হোসেন জানান একাধিক সাক্ষীর উপস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেনের সাথে ৮ লক্ষ টাকা লেনদেন হলেও তাকে চাকরি না দিয়ে নিয়োগ স্থগিত করে। এরই প্রেক্ষিতে মুক্তার হোসেন টাকা ফেরৎ চাইলে প্রধান শিক্ষক লোকমান হোসেন বিভিন্ন রকম তালবাহানা করতে থাকে। মুক্তার হোসেন আদালতের স্বরনাপন্ন হলে উক্ত আদালতে প্রধান শিক্ষক লোকমান হোসেনের আইন জীবি দ্বারা মুক্তার হোসেন সহ পুর্বে নিয়োগ প্রত্যাশীগণ বিদ্যালয় থেকে ব্যাংক ড্রাফ্টের টাকা ফেরত নিয়েছেমর্উমে দেখানো হয়।মুক্তার হোসেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট এই মর্মে জানতে চায় আমি ব্যাংক ড্রাফ্টের টাকা উত্তোলন না করেও কেনো আমার টাকা উত্তোলনের কথা আপনি আপনার উকিলের মাধ্যমে আদালতে জাহির করলেন এখন আমাকে টাকা উত্তোলনের এভিডেন্ট দেখান। তখন প্রধান শিক্ষক লোকমান হোসেন বলেন আদালতে অনেক রকম মিথ্যা বানোয়াট কথা দিয়েই মামলা সাজাতে হয় এবং উনি স্বীকার করেন মুক্তার হোসেন বিদ্যালয় থেকে প্রকৃত পক্ষে তার ব্যাংক ড্রাফ্টের টাকা উত্তোলন করে নাই এছাড়াও সাবেক সভাপতি ওসমান গনী প্রধান শিক্ষক লোকমান হোসেনের নিকট তার নামে বিদ্যালয়ের গাছ কাটা বিষয়ে বিদ্যমান মামলা সম্পর্কে জানতে চান ওসমান গনী বলেন রেজুলেশন নিয়ে আপনার যোগসাজশে বিদ্যালয়ের গাছ বিক্রি করি তাহলে আমার নামে কেনো এ মথ্যা মামলা। প্রেক্ষিতে লোকমান হোসেন রেজুলেশন ও গাছ বিক্রির টাকা নিজেও নেওয়া বিষয়ে সত্যতা স্বীকার করেন এছাড়াও আগামী ০৪/১১/২০২৩ তারিখে জিগরী উচ্চ বিদ্যালয়ে স্থানীয় ভাবে ৬টি পদের নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন ও সভাপতি আমিরুল ইসলাম টারজান ম্যানেজিং কমিটির এক অংশকে বাদ রেখেই চাকরি প্রত্যাশীদের সাথে নিয়োগ বানিজ্যে মেতে উঠেছে। অনেকে জমি বিক্রি করে চাকরির আশায় মোটা অংকের টাকা দিচ্ছেন এ বিষয়ে এলাকাতে বিভিন্ন তথ্য উপাত্ত বিদ্যমান এ নিয়ে এলাকাতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।