৩রা নভেম্বর, জেল হত্যা দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাগাতিপাড়া জিমনেসিয়াম হল রুমে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে জাতীয় চার নেতাকে জেলখানার মধ্যে হত্যার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ওহিদুল ইসলাম গকুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ওহাব সহ বিভিন্ন ইউনিয়নে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।