কমিউনিটি পুলিশিং ডে উদযাপন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে নবাবগঞ্জ ক্লাবে গিয়ে শেষ হয়। নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়। ‘পুলিশ-জনতা ঐক্য করি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ শ্লোগানে সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম সেবা।
অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনের সাংসদ ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও,
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। উপস্থিত ছিলেন জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’ এর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান আলহাজ¦ এরফান আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, ডাঃ মোঃ দুররুল হোদা, সদর সার্কেল মোঃ জাহাঙ্গীর আলম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, ডিবি ওসি আলহাজ¦ বাবুল সরদার, ধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ মোঃ আব্দুল কাদের মন্ডল, সহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা।