নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচনের দাবীতে দ্বিতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন বগুড়ায় কয়েকটি ট্রাক এবং কাভার্ডভ্যান ভাঙচুর করা হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরতলীর তিনমাথা এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বগুড়ায় সকালে শহরতলীর তিনমাথার তেলিপুকুর এলাকায় পুলিশ পাহারায় যানবাহন চলাচলের সময় পেছন থেকে চার থেকে পাঁচটি ট্রাক ও কাভার্ডভ্যানের সামনের গ্লাস ভাঙচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছোড়ে। এর পরিপ্রেক্ষিতে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে বগুড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াত। সকাল ৬টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়। জামায়াতের বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। এছাড়া শহরের চারমাথা, তিনমাথা এবং সাবগ্রাম এলাকায় অবরোধের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অবস্থান নেন। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ মিডিয়াকর্মীদের বলেন, তিনমাথার তেলিপুকুর এলাকায় টিয়ারশেল নিক্ষেপ ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।