‘সুস্থ দেহে-সুন্দর মন’ শ্লোগনে চাঁপাইনবাবগঞ্জ জেলায় সাঁতার প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শহরের ডাক্তার আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে এই সাঁতার প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।
উপস্থিত ছিলেন জেলা সাঁতার উপ-কমিটির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ বদিউজ্জামান বুধু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শেখ ফরিদ সায়েম, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কিমিটির সদস্য মোঃ হুমায়ন কবির লুকু ও মোঃ আজিজুল হক।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আতিকুর রহমান বাবু, মোঃ আপেল, সাঁতার প্রশিক্ষক মোঃ শাজাহান আলী রনি, সহকারী প্রশিক্ষক মোঃ আব্দুল খালেক ও হোসনে রাকিব। এই সাঁতার প্রশিক্ষনে ৪টি গ্রুপে জেলার মোট ৫০ জন বালক-বালিকা অংশ নিচ্ছে।