নওগাঁ জেলার নিতপুর সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫টি মহিষ ২টি গরু আটক করেছে নওগাঁস্থ ১৬ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। বুধবার (৮ নভেম্বর) আনুমানিক রাত ২০০ ঘটিকায় সিভিল সোর্স ও বিআইপি সদস্য নায়েক মোঃ আমজাদ হোসেন এর তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার জেসিও-৯০৯২ সুবেদার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল বিওপি হতে আনুমানিক ১০০০ গজ উত্তর পশ্চিমে দিকে এবং সীমান্ত পিলার ২৩০/১০ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চামারের টেক নামক এলাকায় জিআর নং-৪২৫৬৭২ এমএস ৭৮/সি/৮) অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল চোরাকারবারী ফেলে যাওয়া ৫টি ভারতীয় মহিষ ও ২টি ভারতীয় লাল রংয়ের ষাড় গরু আটক করে বিওপিতে নিয়ে আসে। যার সিজার মূল্য ৫টি মহিষ ৭ লক্ষ ৬০ হাজার টাকা এবং ২টি গরু ২ লক্ষ ৪০ হাজার টাকা। মোট ১০ লক্ষ টাকা বলে জানায় ১৬ বিজিবি। আটককৃত ভারতীয় মহিষ ৫টি ও গরু ২টি পত্নীতলা নজিপুর কাস্টম অফিসে জমা করা হয়েছে।