নওগাঁর পোরশায় উপজেলা পরিষদের পক্ষ থেকে এক শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। শিশা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শ্রী জয় তীগ্যাকে বুধবার ওই বাইসাইকেল প্রদান করা হয়। জয়ের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও সালমা আক্তার। এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, শিক্ষার্থীর বাবা মশিদপুর রঘুনাথপুরের শ্রী সত্যেন তীগ্যা, মাতা সারতি টপ্প উপস্থিত ছিলেন।