চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোলাপ বাজারে অবস্থিত লাইফ সাইন স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে লাইফ সাইন স্কুল এন্ড কলেজে প্রাঙ্গণে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ সাইন স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ কালাম হোসেন। জেম আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আতাউর আলী মাস্টার, মাওলানা ওমর ফারুক, দাইপুখুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রাকিব, আবুল কালাম ও মিজানুর রহমান লাইফ সাইন্স স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল দুরুল হুদা, সহকারি শিক্ষক মোশারফ হোসেন, সহকারি শিক্ষিকা ডালিয়া খাতুন। এ সময় উপস্থিত ছিলেন অভিভাবকগণ এবং লাইফ সাইন স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা। প্রধান অতিথির বক্তব্যে লাইফ সাইন স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ কালাম হোসেন বলেন, শিক্ষার্থীর সংখ্যা ও ফান্ড বৃদ্ধি, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সামাজিক ও স্বাস্থ্যগত বিপর্যয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদানের পরিকল্পনা রয়েছে বলে জানায়। লাইফ সাইন্স স্কুল এন্ড কলেজ কে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে সকল অভিভাবকদের সহযোগিতা চান তিনি। অভিভাবক সমাবেশের শেষে বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।