জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে (১০০ শত) পিচ ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ১০ টায় আক্কেলপুর থানাধীন রুকিন্দিপুর জামালগঞ্জ ষ্টেশন রোড হইতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আসামি মোঃ হাসান সরদার ওরফে জাহাঙ্গীর (৪২) বাড়ি পশ্চিম মাথাপুর মৃত বাচ্চু সরদারের, ছেলে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) শাহেদ আল মামুন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।