চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মতি বাজার থেকে গত ৪ নভেম্বর নিখোঁজ হওয়া যুবকের অবস্থান নিশ্চিত করেছে ডিবি পুলিশ। পরিবার নিখোঁজ হওয়ার কথা বললেও পুলিশের দাবী, মোবারকপুর ইউনিয়নের মতি বাজার গ্রামের বাসির উদ্দিন এর ছেলে সজিব বাবু (২২) নিখোঁজ হয় নি। সে ঢাকায় কাজ করে, নিজেই বাসা থেকে কাউকে না বলে চলে যায় এবং মোবাইল ফোন বন্ধ করে রাখে। পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় থানায় জিডি করে।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই আসগর আলী জানান, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মতি বাজার গ্রামের বাসির উদ্দিন এর ছেলে সজিব বাবু (২২) নিখোঁজ হন নি। সে ঢাকায় কাজ করে, নিজেই বাসা থেকে কাউকে না বলে চলে যায় এবং মোবাইল ফোন বন্ধ করে রাখে। পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় থানায় জিডি করে। জিডির পরই পুলিশ তাকে খুঁজতে শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবশেষে বৃহস্পতিবার বিকেলে তাকে ঢাকার দক্ষিনখান থানা এলাকায় তার খোঁজ পাওয়া যায়। বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের লোকজন গিয়ে নিয়ে আসে। তিনি পরিবারের বরাতে আরও জানান, আসলে অভাবের কারণে অভিমান করে কাউকে কিছু না বলে যায়। সজিব মোবাইলের ব্যবসায় ক্ষতিগ্রস্থ হয়ে ঋণগ্রস্থ হয়ে যায়। এতে পরিবারের সাথে অভিমান করে ঢাকায় কাজে চলে যায়। এর আগেও সজিব ঢাকায় ওখানে কাজ করেছে। শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মতি বাজার গ্রামের বাসির উদ্দিন এর ছেলে সজিব বাবু (২২) গত ৪ নভেম্বর বাড়িতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওই দিন রাত ১২টা থেকে তার মোবাইলে কল দিলে মোবাইল ফোনটি বন্ধ দেখায়। আত্মীয়-স্বজনদের বাড়ি অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে শিবগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করে সজিবের পরিবার।