বেসরকারি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মোহনা টেলিভিশনের ১৩ বছর পার করে ১৪ বছরের পদার্পন উপলক্ষে নাটোরে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে। শনিবার সকালে শহরের হাফরাস্তা ফ্লেম রেস্টুরেন্টে মোহনা টেলিভিশনের দর্শক ফোরাম নাটোরের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোহনা টেলিভিশনের নাটোর প্রতিনিধি মোঃ রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রওশন আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, নাটোরের স্থানীয় দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক মোঃ সাজেদুর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব বাঁকি, ইউনিক প্রেসক্লাবের সভাপতি চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকার, ইউনিট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ৭১ টেলিভিশন ও ডেইলি স্টার পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, ইউনাইটেড প্রেসক্লাবের সহ-সভাপতি নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের নাটোর জেলা প্রতিনিধি নাসিম আহমেদ সহ দর্শক ফোরাম নাটোরের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উপস্থিত বক্তারা মোহনা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এ এস এম আল আফতাব খান সুইট। আলোচনার শেষে অতিথিরা কেক কাটেন।