চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভিকটিম শিশুর বাবা। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত জামায়াত নেতা মিজানুর রহমান। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৬ নভেম্বর) সকালে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের কুমারপুর জামে মসজিদে। অভিযুক্ত মিজানুর রহমান (৪৫) কাঠাল গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে। ভিকটিম শিশুর মা বলেন, আমার মেয়ে বাড়ির সামনে মসজিদের মক্তবে পড়তে প্রতিদিনের মতো সোমবারও পড়তে যায়। ঘটনার দিন সকল ছাত্র ছাত্রীকে ছুটি দিয়ে আমার মেযেকে বলেন, তুমি পরে বাসায় যাও, এই বলে আমার মেয়েকে মক্তবে বসিয়ে রাখে, এক পর্যায়ে আমার মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করেন পাষন্ড মিজানুর। কনো মতে দৌড় দিয়ে বাসার সামনে এসে থর থর করে কাঁপছে এবং কান্নাকাটি করছিলো আমার মেয়ে। এ অবস্থায় আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করলে ভয়ে ভীতস্থ হয়ে আমার মেয়ে আমাকে এ সব কিছু খুলে বলেন। লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত জামায়াত নেতা মিজানুর রহমান পালিয়ে যায়। পরেদিন ভিকটিম শিশুটি বিদ্যালয়ে গেলে, বিদ্যালয় থেকে আসার সময় রাস্তা অবরোধ করে অভিযুক্ত মিজানুর শিশুটিকে হুমকি দিয়ে বলেন, এসব কথা তুমি বাসায় বললে তোমাকে আমি প্রাণে মেরে ফেলবো। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব ইমরান জানান, এ ঘটনায় ভিকটিম শিশুর বাবা মোঃ সেলিম বাদী হয়ে সোমবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।