নানা কর্মসূচী আয়োজনের মধ্যে দিয়ে জয়পুরহাটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে জয়পুরহাট জেলা যুবলীগ শনিবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এখানে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জাহিদুল আলম বেনু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী,
জেলা যুবলীগের আহবায়ক রাসেল দেওয়ান মিলন, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মেহমুদ আহমেদ তমাল ও হাসানুল ইমাম রবিনসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জেলার পাঁচ উপজেলা থেকে যুবলীগের নেতাকর্মীরা মোটর সাইকেল শোভাযাত্র সহকারে অংশ গ্রহন করেন।