মোঃ তরিকুল ইসলাম নামে ৩টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামী মোঃ তরিকুল ইসলাম জেলার শিবগঞ্জ থানার চন্ডিপুর গ্রামের মৃত লাল মোহাম্মদ এর ছেলে। র্যাবের প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১১ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শহরের বিশ্বরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় এনআই এ্যাক্ট এ ১ বছরের সাজাপ্রাপ্ত এবং ২৬ লক্ষ ৫০ হাজার টাকা অর্থ দন্ডসহ ৩টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ তরিকুল ইসলামকে গ্রেফতার করে। এ ঘটনায় উক্ত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।