চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ভাতাভোগীদের সাথে মত বিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি মুহা. জিয়াউর রহমান। শনিবার বিকেলে উপজেলার চৌডালা ইউনিয়নের জহুর আহম্মেদ মিয়া কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবেব সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়াসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি মুহা. জিয়াউর রহমান আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান।