চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, তাজুল ইসলাম সোনার্দী, মাহতাবুল আলম নুরী, শিক্ষক নেতা আনোয়ার জাহান, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী কামাল, শামপুর মাদ্রাসার সুপার নেকাব্বর আলী, প্রসাদপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী, সাংবাদিক আতিকুল ইসলাম আজম প্রমুখ। এসময় সাংবাদিক আসাদুল্লাহ আহমদ, নাহিদ ইসলাম, আল মামুন বিশ্বাস, সারওয়ার জাহান সুমন, নুর মোহাম্মদসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।