‘স্মার্ট বাংলাদেশ’ বির্নিমাণের লক্ষ্যে, সাধারন ছাত্রীদের অধিকার নিশ্চিত করা ও নারী নেতৃত্ব বিকাশের লক্ষ্যে জেলা ছাত্রলীগ আয়োজিত এক ছাত্রী সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারী মহিলা কলেজ মাঠে এই সমাবেশ হয়। ছাত্রী সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য চিত্রনায়িকা মাহিয়া মাহি।
প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম জেসী। জেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রী সমাবেশে জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ সাঈফ জামান আনন্দের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সুলতানা রাজিয়া।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামানের সঞ্চালনায় ছাত্রী সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের ছাত্রীরাসহ জেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রী সমাবেশে ছাত্রীদের বিএনপি’র দুর্ণীতি ও ধ্বংসাত্মক কর্মসূচি বিরোধী একটি স্লোগান পাঠ করান চিত্রনায়িকা মাহি। এ সময় ডিজিটাল বাংলাদেশের সুফল ও উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি বিএনপি ও এর জোটের ডাকা অবরোধ ও হরতালের নামে ধ্বংসাত্মক কর্মসূচির সমালোচনা করেন বক্তারা।