খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, হরতাল-অবরোধে সাধারণ মানুষের জান-মালের ক্ষতি হোক, আমরা তা বরদাস্ত করবো না। দেশের মানুষও এখন হরতাল অবরোধ চায় না শুক্রবার দুপুরে নিয়ামতপুর কমিউনিটি সেন্টারে সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন কেনার আগে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব বলেন। সাধন চন্দ্র মজুমবার বলেন, দেশে কেউ অশান্তি করতে চাইলে, কোনোক্রমেই থেমে থাকা যাবে না। এক হয়ে মাঠে নেমে প্রতিহত করতে হবে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান ওবাইদুল হক, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।