রাজশাহীতে দুষ্কৃতিকারীদের হাতে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার চাঁপাইনবাবগঞ্জের সন্তান ডা. গোলাম কাজেম আলী আহমদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বেলা সাড়ে ১১টায় গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের চর দেবীনগর ইব্রাহিম মন্ডলের টোলা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার প্রায় দুই শতাধিক নারী ও পুরুষ এবং বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, এলাকার শিক্ষক, ইমাম ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবি মানুষ। মানববন্ধনে বক্তারা, এই নির্মম হত্যার তীব্র নিন্দা এবং চিকিৎসক কাজেম আলীর হত্যাকান্ডের রহস্য উৎঘাটন এবং দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। বক্তারা অভিযোগ করে জানান, প্রায় ২০ দিন অতিবাহিত হলেও এখনো আসামীরা অজ্ঞাত কারনে ধরা পড়ছে না। ভবিষ্যতে এ ধরনের হত্যাকান্ড যেন পুনরায় সংগঠিত না হয়, এজন্য সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান এলাকাবাসী। গত ২৯ অক্টোবর রাতে রাজশাহী শহরের বর্নালী মোড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজের আলী আহমেদকে দূর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।