চাঁপাইনবাবগঞ্জে এক কেজি ১৩৪ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত ব্যক্তি, চাঁপাইনবাবগঞ্জ জেলার রামজীবনপুর (কাচারী) এলাকার মোঃ আনোয়ার হোসেন ছেলে মোঃ রবিউল ইসলাম @ রুবেল (৪০)। শুক্রবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১৬ নভেম্বর রাত ১০ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বটতলাহাট থেকে শান্তিরমোড় গামী চৌধুরীর মোড়স্থ পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় এক কেজি ১৩৪ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন, একটি অটোরিক্সাসহ হাতেনাতে রুবেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পেশায় একজন অটোচালক হলেও অটো চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা হতে হেরোইন সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হেরোইন সরবরাহ করত। গোয়েন্দা তথ্য ভিত্তিতে র্যাব এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। প্রেক্ষিতে ১৬ তারিখ রাতে হেরোইনের একটি চালান সরবরাহ করা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে র্যাব এর আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় চেক পোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী কার্যক্রম পরিচালনা করাকালীন উক্ত অটোর গতিবিধি সন্দেহ জনক হলে উক্ত অটো তল্লাশী করে তার দুপায়ের মাঝে বিশেষ কায়দায় রক্ষিত ১ কেজি ১৩৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর নামে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।