চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত সংগঠন ‘সাংবাদিক কল্যাণ তহবিল’র যুগপূর্তি উৎসব হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) দিনব্যাপী জমজমাট এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে সাংবাদিক ও তাদের পরিবারবর্গ। এছাড়াও অতিথি, দাতা সদস্য, সুধী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের পদচারণায় মুখরিত ছিল অনুষ্ঠানস্থল গোমস্তাপুর উপজেলার রহনপুরস্থ জেলা পরিষদ ডাকবাংলো চত্বর। অনুষ্ঠানমালা সাজানো হয়েছিল বর্নাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পতাকা উত্তোলন, সাংবাদিক ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা, স্মরণিকার মোড়ক উন্মোচন ও গম্ভীরা। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান। সন্মানিত অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র আলহাজ¦ মতিউর রহমান খান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, গোমস্তাপুর উপজেলার ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া, নাচোল উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু। বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অলিউল হক ডলার ও অর্থ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সারওয়ার জাহান সুমন। এসময় ‘সাংবাদিক কল্যাণ তহবিল’র সদস্যগণ দিনব্যাপী সকল অনুষ্ঠানে অংশ নেন।