চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদালতের নির্দেশে মৃত্যুর ৯৮ দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রহনপুর পৌর এলাকার বহিপাড়ার একটি গোরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। এ সময় গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন লিংকন, মামলার তদন্তকারী কর্মকর্তা রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই আবুল হাশেম খন্দকার, মামলার বাদী ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রহনপুর পৌর এলাকার বহিপাড়ার জনৈক সমসের আলী গত ১৮ আগস্ট নিজ বাড়িতে মারা যান। এ ঘটনায় তার স্ত্রী জেসমিন বেগম আদালতে অভিযোগ করলে গত ২৬ আগস্ট গোমস্তাপুর থানা অভিযোগটি মামলা হিসেবে গণ্য করে। পরে বাদীর আবেদনের প্রেক্ষিত আদালত গত ৪ সেপ্টেম্বর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে শনিবার লাশ উত্তোলন করা হয়।