বর্তমান দুই এমপিই হলেন জয়পুরহাটের নৌকার মাঝি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো বর্তমান দুই সংসদ সদস্যই পুনরায় জয়পুরহাটের দুটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। জয়পুরহাট-১ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু ও জয়পুরহাট-২ আসনে জাতীয় সংসদের হুইপ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন মনোনয়ন পেয়েছেন। গত রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ নামগুলো ঘোষণা করেন। জয়পুরহাটের ১ ও ২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন তুলেছিলেন ১৭ জন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনেই মনোনয়ন তুলেছিলেন ১৪ জন। আর ২ আসনে ৩ জন। জয়পুরহাট-১ আসনে মনোনয়ন প্রত্যাশী বেশি হওয়ায় কে মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে চলছিল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিশ্লেষণ। তবে সব জল্পনার অবশান ঘটিয়ে অবশেষে এ জেলার দুটি আসনেই আগের দুই সংসদ সদস্যই হলেন নৌকার মাঝি।