পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, এডিস মশার লার্ভা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার উদ্যোগে বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পরিচালনা করা হয়। এই কর্মসূচিতে যোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, পৌরসভার মেয়র ইছাহক আলি মালিথা, পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল হক, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহসভাপতি খোন্দকার মাহাবুবুল হক দুদু, সহসাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শেখ মেহেদী প্রমুখ। ইছাহক আলি মালিথা বলেন, সম্প্রতি ঈশ্বরদীতে মশার উপদ্রব বেড়েছে, অসংখ্য মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন। আবাসিক ভবনের টবে, চৌবাচ্চায় ও পরিত্যক্ত টায়ারে দীর্ঘদিনের জমানো পানি রয়েছে। ফলে এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মানুষের মাঝে জনসচেতনতা তৈরি করতে এবং মশা জন্মানোর সম্ভাব্য স্থানগুলোতে ওষুধ ছিটানোর উদ্যোগ নিয়েছি। এসময় ঝোপঝাড়, ড্রেন এবং খানাখন্দে জমে থাকা পানিতে ফগার ও স্প্রের সাহায্যে মশক নিধনের ওষুধ ছিটানো হয়।