মুদির দোকানে ব্যবসার আড়ালে ফেন্সিডিল বিক্রির সময় এক মুদি দোকানীকে গ্রেফতার করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক মাদক ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বাহাদুরপুর গ্রামের মোঃ আলা উদ্দিন এর ছেলে মোঃ জেম আলী (৩২)। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন গোপিনাথপুর পুরাতন বাজারে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জেম আলী কে ৪০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। র্যাব আরও জানায়, আটককৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। পেশায় একজন মুদি ব্যবসায়ী হলেও মুদী ব্যবসার আড়ারে সে মাদক ব্যবসা করে আসত। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার গোপীনাথপুর বাজারে মুদির দোকানদার মোঃ জেম আলী এর দোকানে অভিযান পরিচালনা করে দোকানের ভিতর থেকে বাজারের ব্যাগের মধ্যে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী সেলিম নামক একজন মাদক ব্যবসায়ীর নিকট থেকে ফেনসিডিল সংগ্রহ করে প্রতিনিয়ত তার দোকানে রেখে খুচরা হিসেবে বিক্রি করত। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানায় মামলা করা হয়েছে।