ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ২নং মগড় ইউনিয়নের উত্তর মগরে বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মীরবহর ও বীর মুক্তিযোদ্ধা মো. বারেক মীরবহরের জমির ফসল কাটতে বাধা দেয়ায় গণধোলাইয়ের স্বীকার হয়েছেন এক ব্যাক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি একই গ্রামের বাসিন্দা মো. কবির হোসেন (৪৫)। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ২নং মগড় ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মীরবহর ও বীর মুক্তিযোদ্ধা মো. বারেক মীরবহরের পৈত্রিক সম্পত্তিতে ফসল কাটার জন্য তাদের বর্গা চাষীরা গেলে তাতে জোরপূর্বক বাধা প্রদান করেন কবির হোসেন (৪৫)। এতে স্থানীয় লোকজন একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে তার উপর। কবির তাদের হুমকি দিয়ে দ্রুত ফসল কাটা বন্ধ করতে বলেন। এমনকি ফসল কাটা বন্ধ না করলে তাদের মারধর করবেন বলে হুশিয়ারী দেন। এতে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করে। গতকাল সন্ধার পরে স্থানীয় আমিরাবাদ বাসস্ট্যান্ডে বর্গা চাষীরা ও স্থানীয় সাধারণ মানুষকে উদ্দেশ্য করে মো. কবির হোসেন গালাগাল দিতে থাকে। এমনকি একজন বর্গাচাষীকে মারতেও যান। এতে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বার্গাচাষীরা ও স্থানীয়রা মিলে তাকে গণধোলাই দেয়। হায়দার হাওলাদার নামে স্থানীয় এক ব্যাক্তি জানান, মো. কবির হোসেন (৪৫) ইতোপূর্বে বিভিন্ন অপকর্মে জড়িত এবং তার মদদে তার ছেলে রিফাত গত ঈদের সময় সেনাবাহিনীর এক সদস্যকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। স্থানীয়দের দাবী, দ্রুত কবিরের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ারঅ অন্যথায় ক্ষোভে ফুসে উঠতে পারে গ্রামবাসি।