চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্টেকহোল্ডারদের সাথে জমির মালিকদের মতবিনিমিয় সভা হয়েছে। সোমবার এসডোর মুক্তি প্রজেক্টের আয়োজনে নাচোল বিআরডিবি মিলনায়তনে এসেডো’র নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, মৎস্য অফিসের প্রতিনিধি রায়হান মোল্লা। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কনসালটেন্ট হিসাবে উপস্থিত ছিলেন এ.জেড.এম নাজমুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন এসেডোর ফাইন্যান্স ম্যানেজার আজাহার আলী, ফিল্ড অফিসার আমিনুল ইসলাম, ডেইজী, আদিবাসী নেতা বিধান সিং, যতীন হেমব্রম ও স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন এলাকার আদিবাসী ফোরামের সদস্যরা।