মাদক পাচারের সময় অভিযান চালিয়ে নিতপুর সীমান্ত এলাকা থেকে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারীকে আটক করেছে নওগাঁস্থ ১৬ বিজিবি। বিজিবি জানায়,
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ২৮ জানুয়ারী আনুমানিক রাত সাড়ে ৪টার দিকে সিভিল সোর্স, বিআইপি ও আরআইবি সদস্যের তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার নং জেসিও ৮৮৩৩ সুবেদার মোঃ মুনসেদ আলী এর নেতৃত্বে একটি টহল দল বিওপি হতে আনুমানিক ৫কিঃমিঃ পূর্ব উত্তর দিকে এবং সীমান্ত পিলার ২৩০/ ৫৩ আর হতে ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ইব্রাহিম এর ইট ভাটার ভিতরে হতে যার (জিআর নং-৪৪৬৬৯৪এমএস ৭৮/সি/১২) অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী পালিয়ে যাওয়ার সময় ২ ( দুই) জনকে আটক করা হয় এবং ২ (দুই) জন পালিয়ে যায়।
আটককৃতরা হচ্ছে, নওগাঁ জেলার পোরশা থানার নিতপুরের পশ্চিম রঘুনাথপুর গ্রামের মৃত্যু আবদুল হামিদ মুন্সির ছেলে আবদুল মতিন (৪৫) ও এই উপজেলার নিতপুর মাষ্টার পাড়ার মোঃ সাজেদ আলীর ছেলে আব্দুর রহমান (২৩)। পলাতক আসামীরা হচ্ছে, নওগাঁ জেলার পোরশা থানার নিতপুরের পশ্চিম রঘুনাথপুর গ্রামের মোঃ রমজান আলীর ছেলে মোঃ রহিদুল (৩০) ও কালাই বাড়ি দোয়ার পাল গ্রামের মোখলেসুর রহমানের ছেলে মোঃ ওয়ালেদ হোসেন (৪০)। আটক দুই জনের কাছ থেকে ২০টি ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার সিজার মূল্য-(২০ পিস, ২০০/-)= ৪০০০/- (চার হাজার টাকা)। আটককৃত আসামি এবং মালামাল পোরশা থানায় জমা করা হয়েছে।