রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০তলা শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের একটি অংশের ছাদ ধসে পড়ে অন্তত নয়জন শ্রমিক আহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক। তবে তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকদের নাম-পরিচয় পাওয়া যায়নি। প্রক্টর আসাবুল হক বলেন, নয়জন শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ ছাদ ধসে পড়ে। আহত সবাইকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কেউ নিহত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায়।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় ১০তলা বিশিষ্ট শহীদ এ এইচ এম কামারুজ্জামান আবাসিক হল ও ২০তলা বিশিষ্ট একাডেমিক ভবনের কাজ পায় ‘মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড’। ২০২২ সালের ৩১ মে নির্মাণাধীন ২০তলা একাডেমিক ভবনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর নামে এক শ্রমিক মারা যান। সেই সময় নিরাপত্তা সামগ্রী ছাড়া শ্রমিকদের কাজ করানোর অভিযোগে নির্মাণকাজ বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।