চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে উপজেলা ও রহনপুর পৌর শাখা বিএনপির আয়োজনে অবৈধ ডামি দ্বাদশ জাতীয় সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কালো পতাকা মিছিলে বাধা দেয় পুলিশ। পরে সমাবেশ করে বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে উপজেলা চত্বর থেকে কালো পতাকা নিয়ে একটি মিছিল বের হলে পুলিশের বাধার মুখোমুখি হয় বিএনপি নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলেও পরে উপজেলা চত্বরে সমাবেশ ও আলোচনা সভা করে নেতা কর্মীরা।
সমাবেশে রহনপুর পৌর বিএনপি’র আহবায়ক এনায়েত করিম তোকির সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ নুরুল ইসলাম সেন্টু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও পারর্তীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম আহবায়ক ও রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সোহরাবসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি, রহনপুর পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক ও পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলী, মোঃ আবুল কালাম আজাদ, বিএনপি নেত্রী মোসাঃ শাহানাজ পারভিন, যুবদল নেতা মোঃ আব্দুলাহ, রহনপুর পৌর বিএনপি’র সদস্য সচিব ও কাউন্সিলর ৮ নং ওয়ার্ড ইসমাইল হোসেন প্রমূখ। বিএনপি নেতারা বলেন, অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেন।