জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরুসহ এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় গ্রামবাসী। উপজেলার বাগজানা বাজার হতে গরু উদ্ধার ও গরু চোরকে আটক করা হয়। আটককৃত গরু চোর হচ্ছে, উপজেলা ধরঞ্জী গ্রামের আবুল হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৪২)। বাগজানা ইউপি সদস্য আরিফ হোসেন জানান, রবিবার রাত ৮ টার দিকে, ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী গ্রামে শাহাজান আলী নামের এক কৃষকের একটি গরু চুরি হয়। ঐ রাতেই বাগজানা বাজারে আটক জহুরুল গরু নিয়ে যাওয়ার সময় লোকজনের সন্দেহ হলে গরুসহ তাকে বাগজানা ইউনিয়ন পরিষদে আটকে রাখে। পরে দুই ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গরুর মালিককে নিশ্চিত করে গরু বুঝিয়ে দেন এবং চোরকে পুলিশে সোর্পদ করে।