চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নবীণ বরণও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি,নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান,নাচোল খ,ম, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দুলাল উদ্দিন খান, নাচোল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক মোজাম্মেল হক মন্টু। অপর দিকে গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবীণ-বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাবাড়ি কলেজের অধ্যক্ষ গাজিউল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজামুল হক প্রমুখ।