নওগাঁ জেলার নিয়ামতপুর থানার বাদে চাকলা গ্রামে চাঁদাবাজি ও ভূমি দখল করার অপরাধে এজাহার নামীয় আসামি ৩ ভূমি দস্যু ও চাঁদাবাজকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাদেচাকলা গ্রামের মৃত সাবের আলীর ছেলে মোঃ মাইনুল ইসলাম (৩০), মৃত মাজেদ আলীর ছেলে মতিউর রহমান মতি (৫০) এবং একই এলাকার মোঃ ইব্রাহিম আলী (৪০)। র্যাব জানায়, ৯ ফেব্রুয়ারি রাত পৌনে ৪টার দিকে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন বাদে চাকলা নামক এলাকায় অভিযান পরিচালনা করে। নিরীহ লোকদের ভয়-ভীতি দেখিয়ে অবৈধভাবে ভূমি দখল ও চাঁদাবািজ করার অপরাধের এজাহার নামীয় আসামী মোঃ মাইনুল ইসলাম (৩০), মোঃ ইব্রাহিম আলী (৪০) ও মতিউর রহমান মতি (৫০) কে গ্রেফতার করা হয়। র্যাব আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার বিভিন্ন এলাকায় নিরীহ লোকদের ভয়-ভীতি দেখিয়ে অবৈধভাবে ভূমি দখল করে আসছে। এসব ভূমি দস্যুরা কোন কোন ক্ষেত্রে অসহায় লোকদের নিকট থেকে মোটা অংকের চাঁদা নিয়ে মানুষকে চরম ক্ষতিগ্রস্থ করে আসছে। এ সংক্রান্তে উল্লেখিত ঘটনার অসহায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার মামলা নম্বর ০৩ তারিখ ০৭/০২/২০২৪ ধারা ১৪৩/৪৪৭/৪২৭/৩৭৯/৩৮৫/৩০৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড রুজু করে। উক্ত মামলার বিষয়টি র্যাব-৫, সিপিসি-১ এর নজরে আসলে অত্র ক্যাম্পের একটি আভিযানিক দল নওগাঁ জেলার নেয়ামতপুর থানাধীন বাদে চাকলা নামক এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় উল্লেখিত তিন ভূমিদস্যু ও চাঁদাবাজদের আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।