সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলামকে দুর্নীতি পরায়ন দাবী করে তার পদায়নের প্রজ্ঞাপন বাতিলের দাবীতে সিরাজগঞ্জ-সয়দাবাদ সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ৯টা হতে বেলা ১১টা পর্যন্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথমে সড়কে গাছের গুড়িতে, অগ্নি সংযোগ করে। এরপর একদফা দাবীতে তারা বিভিন্ন শ্লোগান দেয়। এসময় কলেজের ছাত্র বখতিয়ার হোসেন, রিফাত, পায়েল, ওয়ালিদ, রাফি বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সিরাজুল ইসলাম বাগেরহাট ও ফরিদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) থেকে বিতারিত হয়েছেন। নতুন করে তাকে আমাদের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ হিসেবে পদায়ন দেয়া হয়েছে। এটা এখানকার কোনো শিক্ষার্থী মেনে নিতে পারছে না। তিনি এখানে অধ্যক্ষ হিসেবে কাজ শুরু করলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ও অনিয়ম দুর্নীতিতে ঢাকা পড়বে। তাই আমাদের দাবি এখানে অধ্যক্ষ সিরাজুল ইসলামকে যেন কোনভাবেই পদায়ন প্রদান না করা হয়। এর ব্যত্তয় হলে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবো। তখন রাস্তার দুই পাশে অগণিত যানবাহন আটকা পড়ে। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহার করতে অনুরোধ করা হলে দাবি মেনে নেওয়ার শর্তে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যায়।