চাঁপাইনবাবগঞ্জের নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় মাঠে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাইরুল ইসলামের সভাপতিত্বে বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন। এছাড়াও নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, উক্ত বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সাবেক সহকারী শিক্ষক সাইদুর রহমান, একরামুল হক, এজাহারুল হক, অফিস সহকারী সীতারাম প্রামানিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।